| |
               

মূল পাতা জাতীয় ‘আসামি ফেরত আনার কার্যক্রমের গতি কানাডা কমিয়ে দিয়েছে’


ফাইল ছবি : সংগৃহীত

‘আসামি ফেরত আনার কার্যক্রমের গতি কানাডা কমিয়ে দিয়েছে’


রহমত নিউজ ডেস্ক     18 October, 2023     02:24 PM    


পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারের হত্যাকারী পলাতক আসামিদের কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। কিন্তু কানাডার সরকার আসামিদের ফেরত আনার কার্যক্রমের গতি কমিয়ে দিয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী চিহিৃত ও পলাতক আসামি যারা রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। কিন্তু দুঃখজনক হলেও প্রায় আমাদের একই কথা বলতে হচ্ছে। প্রকাশ্য দিবালোকে যারা এখনো স্বাভাবিক মানুষের মতো জীবন-যাপন করছেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যখনই সংলাপ হয় সেই বিষয়ে কথা হয়। কানাডার আদালতে সেটার অগ্রগতিও আছে কিন্তু কানাডার সরকার আদালতের সেই নির্দেশনা বা সেই কার্যক্রমে গতি কমিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি, তারা যদি রাশেদ চৌধুরীকে হস্তান্তর করে তাহলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক, সেটাকে বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা আশা করি, স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে বার্তাটি পৌঁছেছে। প্রধানমন্ত্রী সরাসরি চিঠি হস্তান্তর করেছেন। বাকি যারা পলাতক রয়েছেন, কোনো ধরনের ক্লু যদি পাওয়া যায়, তাদের চেহারা পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, আমরা কাজ করে যাচ্ছি, এটা বলতে পারি।